News:

 

শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শুভানুধ্যায়ী,

 আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।

মানবজীবনের প্রকৃত সৌন্দর্য ও সফলতার মূল চাবিকাঠি হলো গুণগতমানের শিক্ষা। এই শিক্ষাই মানুষকে করে আদর্শ, সভ্য ও উন্নত। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু সার্টিফিকেটধারী নয়, দরকার সৎ, দক্ষ, দায়িত্ববান ও নৈতিকতায় সমৃদ্ধ মানুষ।

বি.জে.এস.এম মডেল কলেজ এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে একঝাঁক সৃজনশীল শিক্ষক, সুবিন্যস্ত পাঠপরিকল্পনা, প্রযুক্তিনির্ভর শ্রেণীকক্ষ এবং মূল্যবোধভিত্তিক শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি—শিক্ষা শুধু পুঁথিগত নয়, বরং তা হতে হবে জীবনঘনিষ্ঠ, মানবিক ও বাস্তবমুখী।

একজন শিক্ষার্থীর নৈতিক চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আধুনিক জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই আপনার সন্তান হোক সমাজের আলোকবর্তিকা—যে আলো শুধু নিজের পথই নয়, অন্যের অন্ধকারও দূর করবে।

আপনার সন্তানের আলোকিত ভবিষ্যতের জন্য আমরা আছি একসাথে, পাশে এবং প্রতিটি ধাপে—একজন সাথী, একজন শিক্ষক, একজন অভিভাবকের মতো। আসুন, আমরা একযোগে কাজ করি একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক বাংলাদেশ গঠনে।

আন্তরিক শুভকামনায়,

 মঞ্জিল মোল্লা

 প্রতিষ্ঠাতা & অধ্যক্ষ

 বি.জে.এস.এম মডেল কলেজ

E-mail :  bjsmmodelcollege@gmail.com