News:
শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ছুটি একটি অপরিহার্য অংশ। তবে তা অবশ্যই সরকারি নির্দেশনার আলোকে হতে হবে। কারণ, নিয়মতান্ত্রিক ছুটি শিক্ষার্থীর শারীরিক-মানসিক বিকাশ যেমন নিশ্চিত করে, তেমনি পাঠক্রমের ধারাবাহিকতাও বজায় রাখে। তাই আমাদের অঙ্গীকার— সরকারি ছুটি তালিকা মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, এবং শিক্ষার্থীর কল্যাণে প্রতিটি মুহূর্তকে শিক্ষার আলোয় আলোকিত করা। ছুটি মানে শুধু বিশ্রাম নয়; বরং এটি শিক্ষার্থীর পাঠ্যজীবনের ভারসাম্য রক্ষা করে। সরকারি নির্দেশ মোতাবেক আমরা— পাঠ্যসূচি অনুযায়ী ক্লাস সম্পন্ন করি। নির্ধারিত ছুটির দিনগুলোতে বন্ধ রাখি। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস বা মেকআপ ক্লাস নিয়ে পাঠক্রমের ক্ষতি পুষিয়ে দিই। — তৌফিক সুলতান,প্রভাষক - ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ,(বি জে এস এম মডেল কলেজ)মনোহরদী, নরসিংদী। towfiqsultan.help@gmail.com 01301483833