News:
স্বপ্ন যেখানে সার্থক, মনোহরদীর বুকে আলোকবর্তিকা হয়ে উঠছে বি.জে.এস.এম মডেল কলেজ। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের পৃষ্ঠা নয়, বরং এটি এক আলোর শিখা, যা জাতিকে এগিয়ে নেয় মানবিকতা ও মূল্যবোধের পথে। “Brave Jubilant Scholars of Monohardi Model College” — গড়ে তুলেছেন স্বপ্নদ্রষ্টা শিক্ষক মঞ্জিল মোল্লা। তিনি শুধুই অধ্যক্ষ নন, তিনি ভবিষ্যৎ নির্মাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA in English এবং M.Ed in TESOL ডিগ্রিধারী, যিনি শিক্ষাকে দেখেন একটি জাতীয় আন্দোলনের চোখে। একাডেমিক পরিবেশ গড়ে তোলা হয়েছে যেখানে দুর্বলরা শক্তিশালী হয়ে ওঠে। রয়েছে Spoken English ক্লাস, প্রযুক্তি-সমৃদ্ধ শ্রেণিকক্ষ, বিশ্ববিদ্যালয়মুখী পাঠ্যক্রম। অভ্যাসভিত্তিক মূল্যায়ন, নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা, এবং রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। মঞ্জিল স্যার সামনে থেকে নেতৃত্ব দেন, প্রতিটি শিক্ষার্থী যেন হয়ে ওঠে Global Citizen। এই পথচলায় তাঁর সহযোদ্ধা তৌফিক সুলতান স্যার, যিনি শিক্ষকতা ছাড়াও লেখালেখি ও সমাজসেবায় সম্পৃক্ত। গরিব ও মেধাবীদের জন্য রয়েছে লাইলি-সিরাজ ফাউন্ডেশন বৃত্তি। সম্পূর্ণ ফ্রি টিউশন, হোস্টেল ও অন্যান্য খরচ বহনের সুযোগ। শুধু ফলাফল নয়, তৈরি হচ্ছে সৃজনশীল নেতৃত্বপ্রবণ প্রজন্ম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক, তরুণ লেখক ক্লাব, কালচারাল ক্লাস— সবই শিক্ষার্থীদের গড়ছে ভবিষ্যতের আলোকিত নাগরিক হিসেবে। EIIN: 140263, পরিচালনায়: লাইলি-সিরাজ ফাউন্ডেশন। বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে অনলাইনে। বিস্তারিত: https://deb140263.dhakaeducationboard.gov.bd জ্ঞানার্জন হোক মানবিক নেতৃত্বের হাতিয়ার, বি.জে.এস.এম মডেল কলেজ হোক তার শ্রেষ্ঠ প্রস্তুতকারক। — স্যার তৌফিক সুলতান